আলী হোসেনের প্রেমের কবিতা : পুব আকাশে রঙধনু ওঠে, মন রাঙিয়ে দিতে বুঝি তার অপার সৌন্দর্য, আমার স্বপ্নিল চোখে তোমার চোখ রেখে তুমি হাত ধরো ডিঙোতে পাহাড় আমার স্বপ্নপুরের রাজপুত্রের মত তোমাকে পাবো বলে মনযমুনায় ভাসি মাস্তুলে হাত রাখি, সূর্য শিখার ওম নিতে নিতে আসবে বলে আমার এ পানসিতে ছোঁয়াই আমার স্বপ্নডিঙা জানি, তুমিই আমার সক্ষমতা, আমার ইচ্ছা।
বন্ধু তুমি নাই আলী হোসেনের লেখা কবিতা ২রা অক্টোবর। জাতির জনক মহাত্মা গান্ধির জন্মদিন। রাষ্ট্রদর্শন বিষয়ে ভিন্নমত থাকলেও তাঁর মানবপ্রেম নিয়ে প্রশ্ন তোলার যোগ্যতা আমার নেই। জন্মদিনে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধার্ঘ --- বাড়ির পাশে যখন দেখি ভাইকে মারে ভাই কারণ হল ও ভিন্নজাত আর ভিন্ন ধর্ম তাই তখন দেখি আমার পাশে বন্ধু তুমি নাই। গ্রামের পথে যখন দেখি নেতার নেতা নাই কারণ হল ও নিন্মজাত মাথায় কিচ্ছু নাই তখন দেখি আমার হাতে তোমার হাতটি নাই। যখন দেখি ঘুমটি দুটোর মাথায় ছাউনি নাই কারণ যেজন পাড়ার দাদা তার দলে সে নাই তখন বুঝি আমার পাশে শান্তি সেনা নাই। যখন তুমি স্বপ্নে আসো দেশটা দেখে কাঁদো আমার বুকে তুফান ওঠে ভাঙে বুকের বাঁধও তখন দেখি আমার পাশে বন্ধু তুমি নাই। ----------xx-------- পাঠকের প্রতিক্রিয়া দেখুন ফেসবুকে বাড়ির পাশে যখন দেখি ভাইকে মারে ভাই কারণ হল ও ভিন্নজাত আর ভিন্ন ধর্ম তাই তখন দেখি আমার পাশে বন্ধু তুমি নাই। গ্রামের পথে যখন দেখি নেতার নেতা নাই কারণ হল ও নিন্মজাত মাথায় কিচ্ছু নাই তখন দেখি আমার হাতে তোমার হাতটি নাই। যখন দেখি ঘুমটি দুটোর মাথায় ছাউনি নাই কারণ যেজন পাড়ার দাদা তার দলে সে নাই ...
মাথার উপরটা কালো, অন্ধকার; সুর্য্য নেই কি কোন? আছে আছে। নিশ্চই আছে। আমি কেন অন্ধকারে আছি তবে? আকাশটা যে ঢেকে গিয়েছে আগাছায়.... চার বছরের ছোট্ট সোনা তুই বড্ড ছোট, ছোট্ট কুঁড়ি। ঘ...