মাথার উপরটা কালো, অন্ধকার; সুর্য্য নেই কি কোন?
আছে আছে। নিশ্চই আছে।
আমি কেন অন্ধকারে আছি তবে?
আকাশটা যে ঢেকে গিয়েছে আগাছায়....
চার বছরের ছোট্ট সোনা তুই
বড্ড ছোট, ছোট্ট কুঁড়ি। ঘন সবুজের অন্ধকারে অচেনা পথ।
তোর পথ দেখানোর ভার যার যার,
তারা যে জান্তব নেশায় মত্ত, বুঝিনি মা!
বুঝিনি, পোষমানা ছাগীর বেশে আছে; ওরা আসলে ষন্ড!
জেগে থাক, সূর্য্য-তেজে আসবে দাবানল এখুনি
তোর ছোট্ট শরীর থেকে বের হল যে লাল লেলিহান শিখা
পুড়ে যাবে, মুড়ে যাবে তাতে আগাছার মতো তারা
তুই উঁকি দিবি আকাশের নীলে
মুক্ত পাখির ডানায় ভেসে.....। আমরা তোর পাশে...
কবি আলী হোসেন : তুমি আসবে বলে তুমি চোখ খোলো দেখো আঁধার রয়েছে আলোর মধ্যে এ আলো তোমার জন্য নয় নিষ্পাপ রোদের মধ্যে আমি তোমার জন্য অপেক্ষা করছি কতকাল! তুমি বলেছিলে, সেখানেই আসবে তুমি শৈশবের বসন্ত গেল। তুমি ছিলেনা একমুঠো যবের আটায় তোমার মুখ এঁকেছি প্রতিদিন কথা দিয়েছিলে নতুন সূর্যের ফসল হয়ে আসবে। থাকবে আমার বামপাঁজরের নিচে দিনান্তে, তুমি এলে না কৈশোরের চঞ্চলতায় তোমাকে এঁকে নিয়েছি খাতায় কচুপাতায় জমা শিশিরের স্ফটিক ছবিতে দাঁড়িয়ে থেকেছি নিষ্পলক হলুদ বারান্দায় তুমি আসবে বলেছিলে তাই। তবুও তুমি এলেনা। কৈশোর চলে গেল ভুলে, গেল ভোরের বাতাস। সময়ের মত দূপুরের তাতে ঘেমেছি,পুড়েছি সেও অনেককাল হল তবু তুমি এলেনা তুমি কি এখনও বন্দি বাস্তিলের দুর্ভেদ্য কুঠরিতে পলাশীর মাঠ হয়ে রাইটার্সের বারান্দায় স্বপ্ন দেখেছি, লাল সালুকে ভেসে আসবে আমার ছোট্ট কু...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন