শুধুই সম্পর্ক। আলী হোসেন একটা সময় ছিল...... যখন মানতাম, পৃথিবীর অনেক কিছুই আমার। মা, বাবা, ভাই-বোন...... আমার চারপাশ সবাই, সবই আমার। এদের নিয়েই আমার জগৎ। যখন তুই কোলে এলি ভাবলামঃ কেবল তুই-ই আমার একমাত্র সম্বল। একটু বড় হয়ে তুইও বলেছিলিঃ ‘মা, তুমিই আমার সব’। শেষের শৈশবে এসে দেখিঃ সবাই আমার, সবই আমার শুধু আমিই কারও নই! ---------------- শব্দ সেনা। নদীয়া। 2018। Tuesday, April 28, 2009 10:46 PM আলী হোসেন সম্প্রীতি এপার্টমেন্ট প্রথম তল, ফ্লাট নং - ০৩ ২০০২, ব্রহ্মপুর, বাদমতলা, (নিভা পার্ক ফেজ-১ এর বিপরীতে) কোলকাতা - ৭০০০৯৬ ফোন - 7003361372
কবি আলী হোসেন : তুমি আসবে বলে তুমি চোখ খোলো দেখো আঁধার রয়েছে আলোর মধ্যে এ আলো তোমার জন্য নয় নিষ্পাপ রোদের মধ্যে আমি তোমার জন্য অপেক্ষা করছি কতকাল! তুমি বলেছিলে, সেখানেই আসবে তুমি শৈশবের বসন্ত গেল। তুমি ছিলেনা একমুঠো যবের আটায় তোমার মুখ এঁকেছি প্রতিদিন কথা দিয়েছিলে নতুন সূর্যের ফসল হয়ে আসবে। থাকবে আমার বামপাঁজরের নিচে দিনান্তে, তুমি এলে না কৈশোরের চঞ্চলতায় তোমাকে এঁকে নিয়েছি খাতায় কচুপাতায় জমা শিশিরের স্ফটিক ছবিতে দাঁড়িয়ে থেকেছি নিষ্পলক হলুদ বারান্দায় তুমি আসবে বলেছিলে তাই। তবুও তুমি এলেনা। কৈশোর চলে গেল ভুলে, গেল ভোরের বাতাস। সময়ের মত দূপুরের তাতে ঘেমেছি,পুড়েছি সেও অনেককাল হল তবু তুমি এলেনা তুমি কি এখনও বন্দি বাস্তিলের দুর্ভেদ্য কুঠরিতে পলাশীর মাঠ হয়ে রাইটার্সের বারান্দায় স্বপ্ন দেখেছি, লাল সালুকে ভেসে আসবে আমার ছোট্ট কু...