জেগে উঠবই একদিন
আলী হোসেন
মাড়িয়ে যাবো একদিন - আলী হোসেন |
আলী হোসেনের রাজনৈতিক কবিতা : ‘মাড়িয়ে যাবো একদিন’।
অশরীর নও, তবু খনা গলায় হাসছো? হাসো...অপেক্ষা করছি বিনিদ্র রজনী তোমার বারুদে বুক সেকে
বরণ নয়, তোমাকে স্মরণ করবো বলে;
পলকহীন জেগে থাকবো, দগ্ধ-দেহ-গন্ধ প্রিয় ও মুখ
ফেরাউনের চেহারায় পাল্টে দেবো একদিন।
ফেরাউনের চেহারায় পাল্টে দেবো একদিন।
লাশের উপত্যকায় বসে শান্তি খোঁজো? খোঁজো...
অপেক্ষা করছি বুকের বাম পাশে ধক্ ধক্ শব্দ করে
স্যালুট নয়, তোমাকে স্মরণ করবো বলে;
জেগে থাকবো সহস্র এক রজনী তোমার বামপাশের
শব্দ ও তার মানে, পাল্টে দেবো একদিন।
আমার পাঁজর ভেঙে শান্তি কিনছো? কেনো...
অপেক্ষা করছি, যুগান্তরের পথে এক স্বপ্ন-পাঁজর নিয়ে,
জীবন নয়, তোমার কাফন কিনবো বলে;
জেগে থাকব, লাল মুখো প্রেতাত্মা রূপে খোজা
শান্তির মানে, পাল্টে দেবো একদিন
কীভাবে অধিকার খোঁজো, কার জন্য? খোঁজো...
আমার অধিকারের বুকে কবর খোঁড়ে যে শ্বাপদ, বলে দাও
দেখা হবে ‘আট দশকের অভিশাপ’ হয়ে;
শ্রম আর স্বপ্নের দখলদারের পারদ-পতনের শব্দে
তোমার স্বপ্ন, মাড়িয়ে যাবো একদিন।
আমার অধিকারের বুকে কবর খোঁড়ে যে শ্বাপদ, বলে দাও
দেখা হবে ‘আট দশকের অভিশাপ’ হয়ে;
শ্রম আর স্বপ্নের দখলদারের পারদ-পতনের শব্দে
তোমার স্বপ্ন, মাড়িয়ে যাবো একদিন।
---------xx---------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন