কবি আলী হোসেনের কবিতা : শঙ্খ পতন (কবি শঙ্খ ঘোষকে স্মরণ করে লেখা কবিতা) সময়-সময় সময় বড় কঠিন হয় অসময়ে শঙ্খধনি বাজলে বড়ই ভরসা হয় সময় যখন বিপদগামী তোমার হাতের কলমছড়ি সপাত সুরে কাঁপিয়ে দেয় রুদ্ধ দ্বার ঘোর ঘুমেতে ঘুমোয় সময় তোমার ছন্দ-শব্দ-ছোয়ায় হঠাৎ ভাঙে অলস ঘুমের বদ্ধ ভূমি শাম ও খাম-এ জন্ম তোমার শঙ্খম হয়ে বাঁচো বাঁচাও, মুমূর্ষু মন জাগে লাল চোখেতে সুরমা ঘষো জল চোখেতে বল তোমার হাতের কলমছড়ি এগোয়, কাঁপিয়ে শাসক দল তোমার কলম মাখায় মলম পাঁজর ভাঙা ভুলে বলহীন যে সবল হয় শিরদাঁড়াটা তুলে সময়-সময় সময় বড় কঠিন হয় অসময়ে শঙ্খ পতন, বড্ড বেশি ভয়ের হয়। -------//------ 🔳 শঙ্খ শব্দটি এসেছে দুটি সংস্কৃত শব্দ 'শাম' ও 'খাম' থেকে। 'শাম' শব্দের অর্থ শুভ এবং 'খাম' শব্দের অর্থ জল। এই শব্দের মিলনে সৃষ্টি হয়েছে 'শঙ্খম' শব্দটি। তা থেকেই শঙ্খ। দেখুন ফেসবুকে 👉 ক্লিক করুন এখানে
কবি আলী হোসেন : তুমি আসবে বলে তুমি চোখ খোলো দেখো আঁধার রয়েছে আলোর মধ্যে এ আলো তোমার জন্য নয় নিষ্পাপ রোদের মধ্যে আমি তোমার জন্য অপেক্ষা করছি কতকাল! তুমি বলেছিলে, সেখানেই আসবে তুমি শৈশবের বসন্ত গেল। তুমি ছিলেনা একমুঠো যবের আটায় তোমার মুখ এঁকেছি প্রতিদিন কথা দিয়েছিলে নতুন সূর্যের ফসল হয়ে আসবে। থাকবে আমার বামপাঁজরের নিচে দিনান্তে, তুমি এলে না কৈশোরের চঞ্চলতায় তোমাকে এঁকে নিয়েছি খাতায় কচুপাতায় জমা শিশিরের স্ফটিক ছবিতে দাঁড়িয়ে থেকেছি নিষ্পলক হলুদ বারান্দায় তুমি আসবে বলেছিলে তাই। তবুও তুমি এলেনা। কৈশোর চলে গেল ভুলে, গেল ভোরের বাতাস। সময়ের মত দূপুরের তাতে ঘেমেছি,পুড়েছি সেও অনেককাল হল তবু তুমি এলেনা তুমি কি এখনও বন্দি বাস্তিলের দুর্ভেদ্য কুঠরিতে পলাশীর মাঠ হয়ে রাইটার্সের বারান্দায় স্বপ্ন দেখেছি, লাল সালুকে ভেসে আসবে আমার ছোট্ট কু...