কবর তুমি কি খবর রাখো না
তোমাকেই ভালোবেসে
কেউ আসেনা কাছে
সময়ের সাথে সখ্যতা তোমার
ডাকো তাই ভালোবেসে
ভয়ে ভয়ে তাই আছে
যে মানুষ ভয়ে ভয়ে তাই বাঁচে
কবর তুমি কি খবর রাখো না
তোমার ডাকেই মানুষ
ভয়ে ভয়ে তাই বাঁচে
বাতাসের কাছে খবর শোনার
জন্য কি কেউ আসে
ভয়ে ভয়ে তাই আছে
যে মানুষ ভয়ে ভয়ে যায় কাছে
বোঝেনা মানুষ খোঁজেনা সাহস
ভেঙে যায় দমে দমে
আকাশ ডাকেনা কাছে
সবচেয়ে কাছের বন্ধু তুমি যে
ভুলে যায় ক্ষণে ক্ষণে
ভয়ে ভয়ে তাই আছে
যে মানুষ ভয়ে ভয়ে তাই বাঁচে।
25.11. 2017
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন