স্বাধীনতা দিবস। প্রথম পর্ব, চুয়াত্তরতম বর্ষ
মুখভার করা বাতাসের সঙ্গে
সমস্ত বীর বিপ্লবী ও স্বাধীনতার সৈনিক,
বুক নিংড়ানো উষ্ণতা আর অন্তহীন শ্রদ্ধার
সামিয়ানার নীচে বসে আছি
আমি নৈবেদ্য হাতে
এই শুভক্ষণে প্রকাশ হোক সেই চূড়ান্ত পর্বের
রক্তিম সূর্যোদয়ের ইশতিহার,
বেজে উঠুক জোটবদ্ধ সাতরঙা সাইরেন।
মেঘের আড়ালে ঘাপটি মেরে থাকা বাাজপাখির
দাঁত-নখ নপুংসক হোক
যাতে, মাকে আমার আর কখনও
ধর্ষিতা হতে না হয়।
গেয়ে উঠুক সেই শপথ, সেই গান
যে, বিশ্বাসের আঁধার আর সংস্কারের কু-মন্ত্রণার ভ্রূণকে
প্লাসেন্টায় আঁটকে দেবে
মেঘ-মুক্ত আকাশের জন্য নৈবেদ্য সাজাবে;
বাতাসে ভাসতে দেবেনা জাত-ধর্ম-বর্ণ-বৈভবের বৈষম্যের
সাপলুডুর বীভৎস সুর
পরাগ বুকে কুটিল রেণু।
দেখুন ফেসবুকের পাতায়। YourQuote
মুখভার করা বাতাসের সঙ্গে
সমস্ত বীর বিপ্লবী ও স্বাধীনতার সৈনিক,
বুক নিংড়ানো উষ্ণতা আর অন্তহীন শ্রদ্ধার
সামিয়ানার নীচে বসে আছি
আমি নৈবেদ্য হাতে
এই শুভক্ষণে প্রকাশ হোক সেই চূড়ান্ত পর্বের
রক্তিম সূর্যোদয়ের ইশতিহার,
বেজে উঠুক জোটবদ্ধ সাতরঙা সাইরেন।
মেঘের আড়ালে ঘাপটি মেরে থাকা বাাজপাখির
দাঁত-নখ নপুংসক হোক
যাতে, মাকে আমার আর কখনও
ধর্ষিতা হতে না হয়।
গেয়ে উঠুক সেই শপথ, সেই গান
যে, বিশ্বাসের আঁধার আর সংস্কারের কু-মন্ত্রণার ভ্রূণকে
প্লাসেন্টায় আঁটকে দেবে
মেঘ-মুক্ত আকাশের জন্য নৈবেদ্য সাজাবে;
বাতাসে ভাসতে দেবেনা জাত-ধর্ম-বর্ণ-বৈভবের বৈষম্যের
সাপলুডুর বীভৎস সুর
পরাগ বুকে কুটিল রেণু।
দেখুন ফেসবুকের পাতায়। YourQuote
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন