কবি আলী হোসেনের কবিতা : শঙ্খ পতন
(কবি শঙ্খ ঘোষকে স্মরণ করে লেখা কবিতা)
সময়-সময় সময় বড় কঠিন হয়
অসময়ে শঙ্খধনি বাজলে বড়ই ভরসা হয়
সময় যখন বিপদগামী
তোমার হাতের কলমছড়ি সপাত সুরে
কাঁপিয়ে দেয় রুদ্ধ দ্বার
ঘোর ঘুমেতে ঘুমোয় সময়
তোমার ছন্দ-শব্দ-ছোয়ায়
হঠাৎ ভাঙে অলস ঘুমের বদ্ধ ভূমি
শাম ও খাম-এ জন্ম তোমার
শঙ্খম হয়ে বাঁচো বাঁচাও, মুমূর্ষু মন জাগে
লাল চোখেতে সুরমা ঘষো
জল চোখেতে বল
তোমার হাতের কলমছড়ি
এগোয়, কাঁপিয়ে শাসক দল
তোমার কলম মাখায় মলম পাঁজর ভাঙা ভুলে
বলহীন যে সবল হয় শিরদাঁড়াটা তুলে
সময়-সময় সময় বড় কঠিন হয়
অসময়ে শঙ্খ পতন, বড্ড বেশি ভয়ের হয়।
-------//------
🔳 শঙ্খ শব্দটি এসেছে দুটি সংস্কৃত শব্দ 'শাম' ও 'খাম' থেকে। 'শাম' শব্দের অর্থ শুভ এবং 'খাম' শব্দের অর্থ জল। এই শব্দের মিলনে সৃষ্টি হয়েছে 'শঙ্খম' শব্দটি। তা থেকেই শঙ্খ।
দেখুন ফেসবুকে 👉 ক্লিক করুন এখানে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন