বন্ধু তুমি
------------
আলী হোসেন
যখন তোমার জন্য আকাশ হয়ে কষ্টে ভাঙে বুক
তুমি বন্ধু সামনে এসো
একটুখানি ভালোবেসো
নেবো বৃষ্টি-ভেজা সুখ
যখন তোমার জন্য বাতাস হয়ে দুঃখে ভাসে বুক
বন্ধু তুমি ভাসিয়ে নিয়ো
একটুখানি ছুঁয়ে দিয়ো
নেবো পাতা-নড়া সুখ
তোমার নামে বন্ধু যখন আমি রাত্রি জাগি রোজ
দাঁড়িও যেন মোমের আলো
ঘুচিয়ে দিতে মনের কালো
নিয়ো জোসনা হয়ে খোঁজ
তোমার নামে বন্ধু যখন আমি স্বপ্ন দেখি রাতে
তুমি বন্ধু স্বপ্নে এসো
একটুখানি পাশে বোসো
হাতটি রেখে হাতে
তোমার জন্য বন্ধু যখন আমি চন্দ্র হবো দেখো
বন্ধু তুমি রাত্রি জেগে
আমার জন্য একটু রেগে
অপেক্ষাতে থেকো
তোমার জন্য রাত পোহালে রাত্রি সেচে দেখো
বন্ধু তোমায় হারিয়ে দিয়ে
আঁধার-হারি জীবন নিয়ে
তোমায় দেবো, রেখো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন