আঁধারের মেওয়া
আলী হোসেন
রুখে দেওয়ার?
জল প্লাবনকে আটকাবে যদি, তার খিদের কী হবে?
এতসব প্রশ্নের কোন মানে হয় না
শুধু দেখে যাও
আমরা মাথা উচু করে হাঁটছি প্লাবন ঠেলে,
জগৎ সভায় ডিঙোচ্ছি এক একটা মাইল ফলক।
হোক না তা বারুদ আর বর্বরতার সাঁকোয় চড়ে!
বলছি, আগুনকে ভালোবাসো, হোক না তা নৃশংসতার,
এই ভেবে, সে অন্ধকারের শত্রু
সহ্য করো তাকে সম্ব্রমের বিনিময়ে হলেও
এই ভেবে, একদিন সে ভালোবাসার দাগ রেখে যাবে,
হোক না, সে দাগের নাম গুজরাট, কিম্বা
মনিপুরি কোন অচিন গাঁ
নগ্নতার কোন মিছিলেই তো হবে আমাদের রাজাধিরাজের
নতুন অভিষেক।
এটাই তো রীতি, এটাই তো রেওয়াজ আমাদের।
সবুরে মেওয়া ফলে, নগ্নতার আর আঁধারের মেওয়া,
সেটাই তো খেয়ে যাই আমরা তারিয়ে তারিয়ে
নিশ্ছিদ্র নিরবতায়,
চোখ বন্ধ করে ভরসা করা যায়, ভেবে।
-------xx------
👉 ফেসবুকে পড়ুন এখানে ক্লিক করে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন