ইস্তাম্বুল ও ঢাকার জংগি হানার নিন্দা করে লেখা..........
এ কোন মানুষ দেখছি আমি এ কোন ধর্ম সই
এ যে মানুষ মারার বিধানদাতা, মানুষ গড়ার কই?
আল্লাহ নাকি সব-ই পারেন, ভগবানও সে'ই
চুপ করে কেন সইছে তারা চোখ কি তাদের নেই
রমজানের সিয়াম-সাধন বিধান দেবে যারা
সংযমের নিয়েত করে মারবে মানুষ তারা?
মানুষ মারার বিধান যদি ধর্মের বিধান হয়
মানুষ হয়ে মানছি কেন কিসের এত ভয়?
মানুষ কেবল করবে পালন ধর্মগুরুর বিধান!
জল্লাদ হয়ে মানুষ মারার তারাই দেবে নিদান?
এ কোন মানুষ দেখছি আমি এ কোন ধর্ম সই
এ যে মানুষ মারার বিধানদাতা, মানুষ গড়ার কই?
মানুষ পারে অমানুষদের পেখম ছেটে দিতে
ময়ূর সেজে নাচ্ছে যারা, শয়তানীদের মিতে
বেহেশত কিম্বা স্বর্গে যাওয়ার দাওয়াত দিয়ে যারা
বলছে মারো মানুষ কবে চিনবো তারা কারা
মিথ্যা পূজা মিথ্যা রোজা মিথ্যা প্রেমের গান
মানুয যদি হেলায় হারায় ধর্মের নামে প্রাণ
কী প্রয়োজন তোমার পূজো, তোমার নামে নমাজ
তোমার সেবক রক্ষা পায়না বেকুব ব’নে সমাজ
তোমার নামে ব্যাবসা করে, রাজ ক্ষমতার নেশায়
ধর্মটাকে নামিয়ে নিয়ে বানিয়ে ফেলে পেশায়
তাদের তুমি শাস্তি দেবেই থাকবো বসে তাই?
মানুয গড়ার সেই কারিগর তোমার কাছে নাই!
এ কোন মানুষ দেখছি আমি এ কোন ধর্ম সই
এ যে মানুষ মারার বিধানদাতা, মানুষ গড়ার কই।
আল্লাহ নাকি সব-ই পারেন যীশুও নাকি সে-ই
চুপকরে কেন সইছে তারা চোখ কি তাদের নেই।
আলী হোসেন
০২/০৭/২০১৬
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন