আলী হোসেন : কবিতার নাম, স্বপ্ন স্বপ্নের কী কোন মানে আছে? খুঁজে দেখিনি কোন দিন। শুধু স্বপ্ন দেখে গেছি, এখনও দেখি, ওখানেই তো আমার আমিকে আপন করে পাই স্বপ্নের কী কোন হাতা মাথা আছে? হয় তো আছে, অথবা নেই তলিয়ে দেখিনি কোন দিন। শুধুই স্বপ্ন দেখেছি, এখনও দেখি, ওখানেই তো আমার আমিকে আপন করে পাই স্বপ্ন দেখতে ভালো লাগে কেন ভালো লাগে বোঝার চেষ্টা করিনি কোন দিন। কারণ, ভাবতে গিয়ে যদি স্বপ্নের ছোঁয়া আর তার সুখটুকুও হারাতে হয়! পৃথিবীতে ওটুকুই তো আছে দামি যা দাম দিয়ে নিতে হয় না। ----------x-----------
কবি আলী হোসেন : তুমি আসবে বলে তুমি চোখ খোলো দেখো আঁধার রয়েছে আলোর মধ্যে এ আলো তোমার জন্য নয় নিষ্পাপ রোদের মধ্যে আমি তোমার জন্য অপেক্ষা করছি কতকাল! তুমি বলেছিলে, সেখানেই আসবে তুমি শৈশবের বসন্ত গেল। তুমি ছিলেনা একমুঠো যবের আটায় তোমার মুখ এঁকেছি প্রতিদিন কথা দিয়েছিলে নতুন সূর্যের ফসল হয়ে আসবে। থাকবে আমার বামপাঁজরের নিচে দিনান্তে, তুমি এলে না কৈশোরের চঞ্চলতায় তোমাকে এঁকে নিয়েছি খাতায় কচুপাতায় জমা শিশিরের স্ফটিক ছবিতে দাঁড়িয়ে থেকেছি নিষ্পলক হলুদ বারান্দায় তুমি আসবে বলেছিলে তাই। তবুও তুমি এলেনা। কৈশোর চলে গেল ভুলে, গেল ভোরের বাতাস। সময়ের মত দূপুরের তাতে ঘেমেছি,পুড়েছি সেও অনেককাল হল তবু তুমি এলেনা তুমি কি এখনও বন্দি বাস্তিলের দুর্ভেদ্য কুঠরিতে পলাশীর মাঠ হয়ে রাইটার্সের বারান্দায় স্বপ্ন দেখেছি, লাল সালুকে ভেসে আসবে আমার ছোট্ট কু...