শুধুই সম্পর্ক। আলী হোসেন
একটা সময় ছিল......
যখন মানতাম, পৃথিবীর অনেক কিছুই
আমার।
মা, বাবা, ভাই-বোন......
আমার চারপাশ
সবাই, সবই আমার। এদের নিয়েই
আমার জগৎ।
যখন তুই কোলে এলি
ভাবলামঃ কেবল তুই-ই আমার
একমাত্র সম্বল।
একটু বড় হয়ে তুইও বলেছিলিঃ
‘মা, তুমিই আমার সব’।
শেষের শৈশবে এসে দেখিঃ
সবাই আমার, সবই আমার
শুধু আমিই কারও নই!
----------------
শব্দ সেনা।
নদীয়া। 2018।
Tuesday, April 28, 2009
10:46 PM
আলী হোসেন
সম্প্রীতি এপার্টমেন্ট
প্রথম তল, ফ্লাট নং - ০৩
২০০২, ব্রহ্মপুর, বাদমতলা,
(নিভা পার্ক ফেজ-১ এর বিপরীতে)
কোলকাতা - ৭০০০৯৬
ফোন - 7003361372
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন