নতুন আলো : আলী হোসেন
মানুষ যদি আমি তুমি
বসত যদি একই ভূমি
ধর্মে কোথায় মিলতে বাধা আর?
আমার সাথে তোমার চলা
একই সুরেই কথা বলা
মানুষ কেন ভাববে অনাচার?
ধর্ম যদি জীবন কাড়ে
চলার পথে দাঁড়ায় আড়ে
মানুষ কেন মানবে মানা তার?
ধর্ম যদি বিভেদ আনে
মানুষ যদি তাকেই মানে
মানুষ কবে মানুষ হবে আর?
মানুষ যেদিন বাসবে ভালো
ঘুঁচবে ধরার আধাঁর-কালো
ধর্ম সেদিন জীবন পাবে ঠিক
মানুষ সেদিন মানুষ হবে
আসবে সুখের প্লাবন ভবে
নতুন আলোয় ভরবে দিগ্বিদিক।
_______
আলোর ফুলকি।
নিখিল ভারত শিশুসাহিত্য সংসদ।
নদীয়া শাখা।
------------
লেখাটার পটভূমি জানতে এখানে ক্লিক করুন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন