আলী হোসেন : কবিতার নাম, স্বপ্ন
স্বপ্নের কী কোন মানে আছে?
খুঁজে দেখিনি কোন দিন। শুধু স্বপ্ন দেখে গেছি, এখনও দেখি,
ওখানেই তো আমার আমিকে
আপন করে পাই
স্বপ্নের কী কোন হাতা মাথা আছে?
হয় তো আছে, অথবা নেই
তলিয়ে দেখিনি কোন দিন।
শুধুই স্বপ্ন দেখেছি, এখনও দেখি,
ওখানেই তো আমার আমিকে
আপন করে পাই
স্বপ্ন দেখতে ভালো লাগে
কেন ভালো লাগে
তলিয়ে দেখিনি কোন দিন।
শুধুই স্বপ্ন দেখেছি, এখনও দেখি,
ওখানেই তো আমার আমিকে
আপন করে পাই
স্বপ্ন দেখতে ভালো লাগে
কেন ভালো লাগে
বোঝার চেষ্টা করিনি কোন দিন।
কারণ,
ভাবতে গিয়ে যদি স্বপ্নের ছোঁয়া
আর তার সুখটুকুও হারাতে হয়!
ভাবতে গিয়ে যদি স্বপ্নের ছোঁয়া
আর তার সুখটুকুও হারাতে হয়!
পৃথিবীতে ওটুকুই তো আছে দামি
যা দাম দিয়ে নিতে হয় না।
----------x-----------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন