কুয়াশার অন্ধকার এখনও কাটেনি
স্বপ্ন ফেরি করছে যে সওদাগর, তার পিপাসা
মেটেনি বলে হুংকার করছে
মিথ্যার চোখে চোখ রেখে; ফাগুনকে আগুন
বলে জ্বালিয়ে দেওয়ার ভয় দেখাচ্ছে অহরহ।
তুমি কি হার মানবে মাঝি?
উজানের বিরুদ্ধে চলার সাহস হারালে তুমি যে
বন্ধ্যা হয়ে যাবে বন্ধু!
এসো, আগুনের রঙকে নাচিয়ে দাও, ভাসিয়ে দাও
রক্তের ভাঁজে ভাঁজে জেগে থাকা বারুদের চেতনাকে।
তোমার স্বপ্নের জগৎ থেকে কুয়াশা কেটে
বেরিয়ে আসুক নতুন সূর্য।
----xx---
২ :২৭ এ এম
০৩/০৩/২০১৯
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন