কাশের বনে বইছে হাওয়া গাইছে পাখি গান
বলছে তোমায় ভালোবাসি মন করে আনচান
তোমার বুকের একটি কোনে
ঠাই রেখে দিও সংগোপনে
সেখানেতেই বাঁধবো বাসা আমরা দুটি প্রাণ
ভোরের পাখি বলছে ভেবে তোমায় ছেড়ে আছি
ভাবছো না-কি তোমায় ছাড়া কেমন করে বাঁচি
তোমার বুকের মাঝখানেতে
বন রেখে দিও সাবধানেতে
সেখানেতেই থাকবো দুজন মিলবো দুটি প্রাণ
কাশ বলে শোন ওরে পাখি তোর জন্যই আছি
ভোরের বাতাস বুকে মেখে অপেক্ষাতেই আছি
বন রেখেছি বুকের মাঝেই
সাজিয়ে তাকে সকাল সাঝেই
একমুঠো রঙ পেলেই আমি রাঙিয়ে দেব প্রাণ
আমার জন্য
উৎস : ড্রাইভ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন