আলী হোসেনের কবিতা : আরশি নগরের পড়শী
যেদিন কুমিল্লা হল,আমি কলকাতার কানাগলিতে বসে
শুনতে পাচ্ছিলাম সবুজপাতার ঝরে পড়ার কর্কশ শব্দ।
বুকের ওঠাপড়ার গ্রাফ এঁকে দিচ্ছিল
বিবেকের ক্যানভাসে শকুনের আস্ফালন।
আমি চিল-চিৎকারে কেঁদে উঠেছিলাম,
আমার পড়শীর ধমনীর ভেতরে বসেই।
কেন জানেন?
কেননা, ওরাও তো আমার মতই মানুষ ছিল।
যেদিন রংপুর হল,
ইনিয়েবিনিয়ে উন্মাদের মুণ্ডুছেদের ছবি এঁকেছিলাম
একমুঠো তুলির বিবেকি আঁচড়ে।
ওয়েবের অনাচে-কানাচে পৌঁছে দিয়েছি সেই ছবি
টকশোর টেবিলে ঝড় তুলেছি আমার
পড়শীর ধমনীর প্রবাহে বসে।
কেন বলুন তো?
কেননা, ওরাও আমার মত মানুষ ছিল।
সেদিন কুমিল্লা হল,
আমি পথে পথে হেঁটেছি লাল-সবুজ-গেরুয়া নিশান হাতে
একলহমায় রামধনুতে মুড়িয়ে দিয়েছি দিগন্ত
মানবতার মায়ের মৃত্যুর
শোকগাথা শুনিয়েছি,
বিশ্ব-বিবেককে ঘুম থেকে টেনে তুলেছি আমার
সেই পড়শীরই ধমনীর ধারায় ভেসে।
কেন জানেন তো?
আসলে, ওরাও তো আমার মতই মানুষ ছিল।
........xx.......
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন