চলে গেল ৬ই আগষ্ট, ফেলে গেল 'লিটিল বয়'। আসছে ৯ই আগষ্ট, সঙ্গে 'ফ্যাটম্যান'। আসুন এই দুই দানবের নেপথ্যকে স্মরণ করি, নিঃশব্দ দীর্ঘশ্বাসে। চোখ রাখি মানবসভ্যতার বুকে এঁকে দেওয়া কুৎসিত ক্ষতচিহ্নের ওপর..........।
আমার বাতাস আমার আকাশ
আকাশ ভরা পাখি,
সেই আকাশে 'ছোট্ট ছেলে' এসে
বললো তোমায় ডাকি
এ আকাশ তো আমার ছিল
এবং থাকবে আজও
তোমার আকাশ বলবে? বলো
থাকবে আমার রাজও
মানবে না তা? শুনবে না তো?
দেখবে আমার সীমা?
উড়িয়ে দিলাম এ বাজপাখি
ওই দেখ হিরোসিমা!
আমার সবুজ আমার বাতাস
বাতাস ভরায় প্রাণ
সেই বাতাসে ভেসে এলো
হঠাৎ-ই 'ফ্যাটম্যান'
এ বাতাস তো আমার ছিলো
এবং থাকবে আজও
তোমার বাতাস বললে বলো,
থাকবে আমার রাজও
মানবে না তা? শুনবে না তো?
উড়বে মুক্ত পাখি?
সাহস দেখাও পাখা মেলার
ওই দেখ নাগাসাকি!
আমার আকাশ আমার বাতাস
আমার তো আর নেই
আদিম কালের পরেই সোনা
ফললো মাঠে যেই
শেষ হয়েছে সেদিন থেকে
সাম্যবাদের গান
জোর আছে যার মুলুক যে তার
জোরেই আছে মান
প্রজাপতি মেললো পাখা, আর
ধরলো ফুলেও রঙ
একথা কী ভুলবো সেদিন, যেদিন
শাসক সাজলো সঙ!
অসাধারণ লেখা।
উত্তরমুছুন