মায়ের জন্য একরাত ঠেলে
প্রভাত আসুক নেমে,
সেই প্রভাতে হাসবো, আমি
আঁধার যাবে থেমে।
মনের আঁধার কাটছে নাতো
ধর্মের মোহ-ঝড়ে
মানুষ হয়েও মারছে মানুষ
আকাশ কেঁদে মরে।
আকাশ আমায় ভাগ করেনি
ভাগ করেছো তুমি
এক বাতাসে শ্বাস নিয়েও যে
ভাগ করেছে ভূমি।
ভাগের মা আজ গঙ্গা পায়না
ভাসছে পচা বিলে
এই মাকেই দেখি মায়ানমারে
কাঁদছে অথই ঝিলে।
ঝিলের পাখি পথ হারিয়েই
আঁধার রাতের বুকে
ভাসছে মা তাই বিসর্জনেই
গলছে ধুঁকে ধুঁকে।
থাকবে কি তবু চোখ বুজিয়ে
তুমি আন-সান-সু-চি
শান্তির দূতের মুখে কি শুধু
রক্তেই আছে রুচি!
১৩/০৯/২০১৭
রাত্রি ১টা ২৬ মি:
উৎস : ফেসবুক
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন