স্বপ্ন ভাঙ্গার গল্প - আলী হোসেন ঃ
গভীর রাতে সূর্য্য উঠছে আমার ভাঙা কপালের ফাঁক দিয়ে
ওরা বলেছিল,
শেষ রাতের স্বপ্ন সত্যি হয়,
আমাদের সঙ্গে এসো।
হঠাৎ, নিশীথ সূর্যের আলোয় জেগে উঠেছিল
এক চিলতে চিলেকোঠার চূড়া
দেখলাম, আমার স্বপ্নগুলোই উঁকি দিচ্ছে
একমুঠো ভাত হয়ে
তারই জরাজীর্ণ ঘুলঘুলিতে।
তারপর স্বপ্ন শেষ হল....,
দেখলাম, আমার ভাতের স্বপ্নগুলোই
কাঠ কয়লার মত লাশ হয়ে পড়ে আছে
বগটুইয়ের একচিলতে মেঝেতে।
রাজ-শকুনেরা বনবন করে উড়ছে, ঠোকরাচ্ছে,
আর কাড়াকাড়ি করছে
ভাগাড়ের দখলদারিতে।
আর একদিন দেখলাম, রাতের আঁধার ভেঙে
এক দোয়াত কালি উঠছে পা বেয়ে,
তারপর আমার মাথার অলিতে গলিতে আঁচড় কাটছে
সাদা খাতার খিদে মেটাতে।
সাদা খাতার খিদে বাড়ছে দেখে,
বুকে বল পেলাম।
ভাবলাম, জন্ম-ফলের অঙ্কুরের
মাথা গুঁজবার অবলম্বন হবে এবার
প্রত্যাশার ছেঁড়া তুলোর ভরা
বালিশটাই তাই পাল্টে দিলাম।
এবার ঘুম ভাঙতেই দেখি, শরীরের অলিগলিতে
আঁচড়ের দাগ, শুয়ে আছি
মর্গের রেজিস্টারের খিদে মেটাতে।
আমি আর আমার জন্মফুলের ফল হয়ে ওঠার আগেই
মুখ চেপে ধরেছে
সেই পাল্টে দেওয়া বালিশটাই।
একদিন ভেবেছিলাম, রাতের চাঁদের চেয়ে ঢের আলো দেয়
মরু সূর্যের তরঙ্গিত তেজ,
ছুটে গেলাম, একবুক পিপাসা নিয়ে,
এক পশলা বাষ্পের প্রত্যাশায়।
ভাবনায় যখন দাড়ি পড়ল,
বুঝলাম, মরু সূর্যের তেজ আমার জন্য নয়,
সে আমাকে আলিঙ্গন করতে চায়
শুধু পোড়া মাংসের
সুবাস নেওয়ার মতলবে।
আজ মর্গের মসনদের রাজা হয়ে বুঝছি,
সাদা খাতার লাল-সাদা দাগ মোছার
ইচ্ছা কিম্বা শক্তি
লাল নীল কমলা - সব কালিতে থাকে না।
--------xx--------
- রামপুরহাট হত্যাকাণ্ড, বকই হত্যাকাণ্ড
ভালো লাগল...
উত্তরমুছুনধন্যবাদ সাথি। পড়ার ও মতামত দেয়ার জন্য।❤️
মুছুন