সেদিন সারা রাত ঘুমোতে পারিনি।
আকাশের তারা খসার মত আমার আত্মা খসে খসে
পড়ছিল রুক্ষ আর শুষ্ক রহমতের বুকে
সারা দেশের ড্রইং রুম কেঁপে উঠেছিল বর্বরতার যন্ত্রনায়
চোদ্দ থেকে চল্লিশ ইঞ্চির বোকা বাক্সে
চোখ রেখে আমার মত সারাদেশ শোকে মাতন করেছে
শ্বাস-কাটা মুরগির মত।
আমিও দেখেছি সেই কালো সময়ের দুর্গন্ধ মাখা
জীবন্ত লাশের অসহায় পিলখানার গোঙানি,
অনুভব করেছি হৃদকম্প
কিন্তু আজ স্নায়ুতে কম্পন নেই,বিবেকের পিতা শুড়িখানায় শুয়ে আছে নিশ্চিন্তে।
দরং এর দরজায় কেঁপে কেঁপে উঠছে ছোট ছোট জোনাকির মত রহমতের মিনিরা
চোখ বুঁজে আমার আত্মা নাচছে, তান্ডব করছে
বরাকের বাঁকে রহমতের বুকে।
তবু ড্রইং রুম শ্মশানের নিস্তব্ধতায় ঝিমোচ্ছে...
কেন?
ভেবে দেখলাম আমার বিবেক বন্ধক পড়ে গেছে কর্পোরেটের আঁধার কুলুঙ্গিতে,যেখানে
আলোর প্রবেশ নিষেধ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন