আলী হোসেনের রাজনৈতিক কবিতা :
পিঁপড়ের লাশ ও জ্যামিতির খাতা
সারি সারি পিঁপড়ের লাশ অথবা মুমূর্ষু দেহপড়ে আছে উত্তাপের স্তূপে
তুমি দেখতে পাও না পিছনটা
ঠিক হাতির মত
বিশাল তোমার দেহ, মাহুতের চোখই তোমার চোখ,
তোমার পথ, আর গন্তব্যও
প্রভুর নির্দেশ এলে শুড় দিয়ে ছুড়ে দাও ফুল জল
মাথার ওপারের শুষ্ক মরুভূমির বুকে
একপশলা বৈশাখী বৃষ্টির মত, ঠিক যেন
শরতের শিশির
তাতে পিঁপড়েরা ভেজে না, পোড়েও না সম্পূর্ণ
কেবলই আধপোড়া হয় শীর্ন দেহ
আরও রাজনৈতিক ছড়া : এখানে
তোমার চোখে চুখোশ আঁটা, তাই কিছুই দেখো না
জেগে থাকো নিরোর স্বপ্ন নিয়ে
ঘেন্নার পিল খাওয়াও আর আকন্ঠ গেলাও
উন্নয়নের সিরাপ
সর্বরোগ-হারী বিশল্যকরণীর ভরসায় ডেকে
আনো চেতনার অকাল মৃত্যু
এভাবে এগোবে তুমি, এগোবে তোমার অর্বাচীন রথ
এটাই সরল অংক তোমার
জ্যামিতির খাতায়? ভুলে যেওনা সে-আলেখ্য
এই পিঁপড়েরাই
বয়ে বেড়ায় তোমার ওজন, তোমার নিশ্বাস
তোমার ইহকাল, এবং পরকালও
ভুলে যেও না এরা জাগলে ছিঁড়ে যাবে তোমার ভূগোল
ভেঙে যাবে স্বপ্নের ইতিহাস
অংকের খাতায় অমোচনীয় কালিতে আঁকা হবে
পিঁপড়ের জ্যামিতি
তোমার উপেক্ষার শ্মশান যাত্রায় এরা অংশ নেবে,
নেবে না মুখাগ্নির দায়।
---------xx---------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন