আলী হোসেনের রাজনৈতিক কবিতা : কথা না রাখাটা একটা আর্ট
চারিদিকে নিস্তব্ধতার ঝড় বইছে ...
সেই নিস্তব্ধতার ঝড়ের সঙ্গী তুমি বিষাক্ত
বাতাসের মত
আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে
বিশ্বাসের আকালে
চারিদিকে শব্দহীন বাদ্য বাজছে...
সেই বাজনায় ভেসে আসছে অসুরের অট্টহাসি
ঝর্ণাধারার মত
আমি অচেনা বিশ্বাসের ব্যালকনিতে ভাসছি
বিশ্বাসের আকাল নিয়ে
চারপাশটা অসমান হিংস্রতায় হাসছে...
সেই হাসিতে জলকনাহীন বাষ্পের করুণ ছটফটানি
কাটা কইয়ের মত
তুমি বইছো পানা ভরা পাকের মধ্যে দিয়ে
বিশ্বাসের বিশ্বায়ন ফেরি করে
মুখ ভরা শ্মশ্রু নিয়ে ঋষিবেশে হেসে যাচ্ছ তুমি
সেই বেশের মধ্যেই অবিশ্বাসের কিটাণুর আনাগোনা
বাড়ছে ঘুণের মত
আমি অসহায় ভাবে চেয়ে আছি তীর্থের কাক
একটু বিশ্বাসের বৃষ্টি পাবো বলে
অথচ সবুজ আর নিঃশ্বাসের কিংমেকার হওয়ার
স্বপ্ন দেখিয়েছিলে মরুর মরীচিকার বদলে
মরুদ্যানের মত
আজ তুমিই নতুন করে বোঝালে কথা দিয়ে
কথা না রাখাটাও একটা আর্ট
-------//------
দেখুন ফেসবুকে, ক্লিক করুন এখানে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন