প্রেমের কবিতা : লিখেছেন আলী হোসেন
তোমার জন্য সান পুকুরে
কাটবো সাঁতার যাতে
তোমার জন্য সূর্যমুখী
তোমার জন্য সূর্যমুখী
ফোটে গভীর রাতে
রাত পাহারায় জাগবো আমি
আকাশে চোখ মেলে
তুমি, মৌরি ফুলের নাকচাবিতে
তুমি, মৌরি ফুলের নাকচাবিতে
সেজো সময় পেলে
মেঘ সরিয়ে দেখবো তোমায়,
রাত্রি জাগা ভোরে
একফালি চাঁদ পাঠিয়ে দেবো
একফালি চাঁদ পাঠিয়ে দেবো
রেখো আপন করে
সাজিয়ে রেখো মনবাগানে
দেখো দুচোখ মেলে
কিংবা, তাকে দিয়েই খবর দিও
কিংবা, তাকে দিয়েই খবর দিও
হটাৎ কান্না পেলে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন