যদি ফিরে তাকাও এ চোখ পানে
কিংবা ভাবো কী তার মানে
দেখবে তুমি তাতে,
একটি শালিক ঘর বেঁধেছে শীতে
ভুবনটাকে আপন করে নিতে
জ্বালছে আলো রাতে।
যদি ফিরে তাকাও এ চোখ পানে
কিংবা ভাব কী তার মানে
দেখবে তুমি তাতে,
দুই শালিকে দোস্তি করে নিতে
আঁধার ঠেলে আলোর হদিস দিতে
হাঁটছে পথের সাথে।
যদি ফিরে তাকাও এ চোখ পানে
কিংবা ভাব কী তার মানে
দেখবে তুমি তাতে,
একটি শালিক ঘর ছেড়েছে নিজে
পথ হারিয়ে ভালোবাসার ক্রিজে
দাঁড়িয়ে শেষ রাত।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন