অসহিষ্ণুতা
আলী হোসেন
আমাকে সে কব্জা করে ফেলছে
আমার শিরায় উপশিরায় জমাট বেঁধেছে
শীতলতর আকাঙ্খা হয়ে
কিন্তু কেন?
আমার শিরায় উপশিরায় জমাট বেঁধেছে
শীতলতর আকাঙ্খা হয়ে
কিন্তু কেন?
উত্তর খোঁজার আলো নেই, অন্ধকারকে দোষ দিচ্ছি তাই,
কারণ, এটাই বড়ো সস্তা অথবা সহজও
সস্তার কাছে পরাজিত আমার যুক্তিবোধ,
তাই ভুলের প্রতিরোধে ভুলকে আকড়ে ধরছি
হাতিয়ার ভেবে,
অপরাধের প্রতিকারে অপরাধকে।
অপরাধের সেই ক্ষমতা কি আছে, যা উত্তাল
অপরাধের সেই ক্ষমতা কি আছে, যা উত্তাল
সমুদ্রকে শান্ত করে দেবে?
ভয়ংকর ঝোড়ো বাতাসকে ডেকে নির্বোধ সমুদ্রের
গর্জন-মত্ততাকে নপুংসক করা যায়?
ভয়ংকর ঝোড়ো বাতাসকে ডেকে নির্বোধ সমুদ্রের
গর্জন-মত্ততাকে নপুংসক করা যায়?
উত্তর খোঁজার আলো নেই,অন্ধকারকে দোষ দিচ্ছি তাই,
কারণ, এটাই বড়ো সস্তা অথবা সহজও
সে আমার চেতনাকেও কব্জা করে ফেলেছে
আমার মনের কোণে কোণে বাসা বেঁধেছে
শীতল আবেগ
মৃত্যুর বিপরীত শব্দ তাই আমার কাছে মৃত্যুই!
কারণ, আমার নপুংসক চেতনা জানিয়ে দেয়, আমি বাঁচলে সে বাঁচায়, আর মরলে সে-ই তার কারণ
আমার মনের কোণে কোণে বাসা বেঁধেছে
শীতল আবেগ
মৃত্যুর বিপরীত শব্দ তাই আমার কাছে মৃত্যুই!
কারণ, আমার নপুংসক চেতনা জানিয়ে দেয়, আমি বাঁচলে সে বাঁচায়, আর মরলে সে-ই তার কারণ
এক হাতে তালি বাজেনা জেনেও
অন্য হাতের টুঁটিই চেপে ধরি, সে আমার দোষ নয়,তাঁর।
হায় পরম পুরুষ তোমার রক্ষার দায় যদি
তোমার সৃষ্টিকেই নিতে হয়!
তবে সৃষ্টিকে বাঁচাবে কে?
উত্তর খোঁজার আলো নেই,অন্ধকারকে দোষ দিচ্ছি তাই,
কারণ, এটাই বড়ো সস্তা অথবা সহজও
আর তোমার অসহায়তাই তাকে বানিয়েছে অবিনশ্বর
আমি আক্রান্ত হয়েছি অসহিষ্ণুতায়।
আমি আক্রান্ত হয়েছি অসহিষ্ণুতায়।
দেখুন ফেসবুকে। ১) পাঠকের প্রতিক্রিয়া
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন