বাঁচতে হবে ভাইয়ের মত
আলী হোসেন
আসছো মাগো প্রতিবছর, থাকছো না-তো কাছে
তোমার বুকের মাঝখানে কি, জায়গা কমতি আছে?
তুমি নাকি বলো, বাছা
মন যে আমার কাঁদে
তবে কেন আসো তুমি
এত্তো সময় বাদে?
আসছো যখন তোমায় নিয়ে, করছে কাড়াকাড়ি
তোমার নামের মুখোশ পরে, করছে বাড়াবাড়ি
এবার কিন্তু বলবে এসে
মা কি তোদের একা
সত্যি যদি থাকো তুমি
বুঝিয়ে দেবে দেখা।
বলবে তুমি কঠিন গলায়, তোমায় নিয়ে যেসব রাজায়
লুকিয়ে রেখে বিষের বাঁশি, সুযোগ বুঝে সেসব বাজায়
তোমার নামে বিভেদ-বাঁশি
শাস্তি দেবে তাদের তুমি
জোর গলাতে জানিয়ে দিও
একার নয় এ ভারত-ভূমি।
এরা বোঝে না মা তোমার মত, মায়ের গর্ভে জাত যত
একই মতের একই পথের, হয় না সবাই মায়ের মতো
তবু কি মা ফেলতে পারে
বনের পশু পাখির মতো
বুঝিয়ে দিও শক্ত হাতে
বাঁচতে হবে ভাইয়ের মতো
২৫/০৯/২০১৭
ভোর ৫ টা ৩২ মি
পাঠকের প্রতিক্রিয়া দেখুন ফেসবুকের
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন