পূর্বাভাস
আলী হোসেনের বাংলা কবিতা
লঙ্কেশ তুমি মরে গেছো, কই না তো
তোমার গৌর বর্নে লাল দাগ, এ তো
ঝড়ের পূর্বাভাস।
গৌরী তুমি ঘুমিয়ে আছো , কই না তো
চোখের পাতায় কালশিটে দাগ, সে-তো
রাতের পূর্বাভাস।
যে রাত তোয়ায় জাগিয়ে রাখে, সে-তো
সকাল দেখার ইচ্ছাতে, বুঝেছি এ-তো
ভোরের পূর্বাভাস।
গৌরী তুমি রাতের আকাশ, কই না তো
তোমার বুকে চ্ন্দ্র ওঠে-ডোবে, সে-তো
ভাটার পূর্বাভাস।
এর পর তুমি জোয়ার হবে, ঠিক, হ্যাঁ তো
ভাসিয়ে দেবে ময়লা-ধুলো, ঠিক, সে-তো
বানের পূর্বাভাস।
লঙ্কেশ তুমি পিছিয়ে গেলে নাতো, না-তো
হিটলারি চাল ভয় পেয়েছে, ঠিক, সে-তো
শেযের পূর্বাভাস।
০৫/০৯/২০১৭
রাত্রি ২:১২
পাঠকের প্রতিক্রিয়া দেখুন এখানে ক্লিক করে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন