আলী হোসেনের প্রেমের কবিতা :
কথা ভাঙার কথা
আমার বুকের ভেতর তুমি শিরা উপশিরারমত বিছিয়ে রেখেছো নিজেকে
পিছনেও তুমি, ঠিক শিকড়ের মত,
যেদিকে তাকাই সেদিকেই
আছো তুমি
অনন্ত আকাশের মত খোলা বুক নিয়ে
এ আশ্বাস তোমারই দেওয়া।
তুমি বলেছিলে, আমার জন্য এক
সোনালী সকাল এনে দেবে
যেখানে থাকবে এক চিলতে চাঁদের মত স্বপ্নগুচ্ছ
একমুঠো নতুর আলোর ঝলকানি;
আমার নিকষ-রাতের আকাশে তুমি থাকবে
রাত পাহারার জোনাক হয়ে।
এ আশ্বাস তোমারই দেওয়া।
তুমি সেই আলোয় বানাবে স্বপ্নপুরীর জীয়নকাঠী
পঙ্খীরাজে সওয়ার হবে
অচিন গাঁয়ের রাজপুত্রের মত
তুমি, আসবে স্বপ্নের কানাগলিতে
যেখানে ঝিমিয়ে আছে আমার অপুষ্ট স্বপ্নগুলো
এ প্রতিশ্রুতি তোমারই দেওয়া।
আমি বিশ্বাস করেছিলাম, আলোর স্বপ্নে স্নাত
হব আমি, হবে ভেতরের অন্ধকার।
রাতের জোনাক হয়ে আসবে ঘরের কোণে
বিজলি বাতির মতো।
অন্ধকারের শৃঙ্খল ভেঙে
আমাকে মুক্তি দেবে ভরা জ্যোৎস্নার চাঁদের মত
কোন এক নতুন ডেরায়
এ শপথ তোমারই নেওয়া।
আমি কথা রেখেছি। হাত রেখেছি তোমার হাতে....
সেও কয়েক দশক হয়ে গেল
কিন্তু এখনও বুঝিনি
বুকের কাছে জায়গা দেওয়ার প্রতিশ্রুতিগুলো
কীভাবে বদলে গেল শৃঙ্খলে!
কথা ভাঙার কথায় কীভাবে হারিয়ে গেল
সেই সব কথা ...
সেই শিকড়, সেই রাত পাহারার জোনাক আর
তোমার অনন্ত আকাশের মত
খোলা বুক!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন